স্পোর্টস ডেস্ক : অর্ধযুগের অপেক্ষার অবসান হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডের ট্রফি ক্যাবিনেট হয়েছে সমৃদ্ধ। দীর্ঘ প্রতিক্ষার পর একটা শিরোপা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা এখন ভালোই টের পাচ্ছে রেড ডেভিলরা। নিশ্চিত ভাবেই ওয়েম্বলির জয় বাড়িয়ে দিয়েছে তাদের জয়ের ক্ষুধা।
মৌসুমে সম্ভাব্য চার ট্রফির একটা জেতা শেষ। বাকি আরো তিনটি। এর মাঝে এবার এফএ কাপের মিশনে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনাল মানেই মাঠে নিংড়ে দিতে হয় সর্বোচ্চটা। যাতে শঙ্কা থাকে চোটে পরার। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। চোটের জন্য অ্যান্থনি মার্শিয়াল আগে থেকেই সাইডলাইনে। লুক শ ও ফ্রেডকে নিয়েও আছে শঙ্কা। তবে স্বস্তির খবর গোলমেশিন র্যাশফোর্ড ফিট। ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা আছে এই স্ট্রাইকারের।
চোট কিছুটা অস্বস্তি দিলেও হ্যামারদের বিপক্ষে রেকর্ড স্বস্তি দেবে ইউনাইটেডকে। ওল্ড ট্র্যাফোর্ডে সফরে সবশেষ ২০ সফরে মাত্র একবারই জয়ের হাসি নিয়ে ফিরতে পেরেছে ওয়েস্ট হ্যাম। এফএ কাপে নিজেদের মাঠে ২০১৫ এর পর ১৫ ম্যাচ অপরাজির রেড ডেভিলস। অবশ্য এ সব রেকর্ড সন্তুষ্ট করতে পারছে না এরিক টেন হাগকে। গুরুত্ব দিয়েই দেখছেন ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচটা।
রেড ডেভিলস বস টেন হ্যাগ বলেন, ‘প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমি ড্রেসিংরুমেও এ কথাটি বারবার বলেছি। মৌসুমের শুরুর দিকে আমরা কিছু ম্যাচ হেরেছিলাম। কিন্তু তাতে ঘাবড়ে যাইনি। ঠিকভাবে নিজেদের কাজ করলে সফলতা আসবেই। ছেলেরা সেটাই করছে।’মৌসুমটা ভালো যাচ্ছে না ওয়েস্ট হ্যামের। লিগে রেলিগেশন অঞ্চলের খুব কাছে ডেভিড ময়েসের দল। তার মধ্যে দলে আছে ইনজুরি সমস্যাও। উড়তে থাকা ইউনাইটেডকে কতটা টক্কর দিতে পারে হ্যামার্স তাই এখন দেখার।
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪