জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলায় ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস (ICRC)’র উদ্যোগে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং) সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস (ICRC)’র উদ্যোগে ৯ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (,সদর সার্কেল) জিনিয়া চাকমা, আইসিআরসির প্রোগ্রাম অফিসার মশিউর রহমান, আইসিআরসি প্রশিক্ষক মিজ ফারজানা ইয়াসমিন, সহ জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা পুলিশের কনস্টেবল এবং এএসআই পদমর্যাদার ৪০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিএম বলেন “ICRC শুরু থেকেই বিভিন্ন ধরনের সহিংসতায় আহত ভিকটিমদের নিয়ে কাজ করে আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল’ প্রমোট করে আসছে। উক্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ সদস্যদের দক্ষতাকে আরো বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ২.৩৫