আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : পরিস্কার পরিচ্ছন্ন থাকি, সুস্থ্য জীবন নিশ্চিত করি এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।
গত ৩ নভেম্বর বৃহস্প্রতিবার সকালে উপজেলা সদসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দলের ইউনিট লিডার শাহনাজ পারভিন এর তত্বাবধানে পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি পালন করেন কাব স্কাউট দলের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর ছায়েদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ইউনিট লিডার শাহনাজ পারভিন এর দিক নির্দেশনায় কাব স্কাউট শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন, বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকা ও উপজেলা প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহন করেন।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫