ডেস্ক নিউজ : সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক ওই গ্রামের হাবিব কারিগরের ছেলে।
স্থানীয়রা জানান, সিদ্দিক নারিকেল গাছের আগাছা পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে জুগিরহাওলা গ্রামে একটি নারিকেল গাছের আগাছা পরিষ্কার করার সময় গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিক। পরে আশপাশের লোকজন গাছ থেকে তার মরদেহ নামিয়ে আনেন।
রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক আব্দুস ছালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮