গ্রেপ্তারকৃত আসামী মো:আনোয়ার হোসেন মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইদ্রিস মিয়া পাড়ার মো:এনামুল হকের ছেলে।গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দোষী সাব্যস্ত করিয়া ০৩(তিন) বৎসর সশ্রম কারাদণ্ড এবং ২,০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।মামলা সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, জানান গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়ে তিনি আরো বলেন, থানা এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬