খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার ও পুলিশ লাইন্স হাই স্কুলের সভাপতি মো:নাইমুল হক পিপিএম।এসময় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, পুলিশ লাইন্স হাই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য নুর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের সভাপতি ও পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন, ‘মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার থেকে।
একজন বাবা পরিবারের ভরণ পোষনের জন্য ব্যবসা বাণিজ্য অনেক কাজে ব্যস্ত থাকেন তাই মায়েদের নজর রাখতে হবে আপনার বাচ্চা মাদকের সাথে জড়িত কিনা লেখাপড়ার পাশাপাশি প্রতিটি ছাত্রকে সংস্কৃতির চর্চা, খেলাধুলা ফুটবল, ক্রিকেট আরো অন্যান্য খেলার প্রতি উৎসাহিত করতে হবে। প্রতিদিন স্কুল থেকে বাসায় ফিরলে স্কুলের হোমওয়ার্ক করছে কিনা বাসায় খাতা চেক করলে পরর্বতীতে সে স্কুলের নিয়মিত লেখাপড়া সুন্দর ভাবে করবে সেদিকে প্রতিটি মাকে লক্ষ্য রাখতে হবে। আপনার ছেলে কার সাথে চলছে সেদিকে গুরুত্ব সহকারে দেখতে হবে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতিটি মাকে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে।
কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/দুপুর ১.২৬