স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মাটিতে এবং ২৭ সেপ্টেম্বর নেপালে হবে ম্যাচ দুটি। এই দুটি ম্যাচের আগে আগামী ২৬ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। আজ সন্ধ্যায় জাতীয় দল কমিটির এক সভায় এই দুটি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হয়।
গত জুনে এশিয়ান কাপের বাছাইয়ে তিন ম্যাচেই হারের স্বাদ পেতে হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের। বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরে গেলেও মালয়েশিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বাছাইয়ের এমন বাজে পারফরম্যান্সের কারণে র্যাংকিংয়ে ১৯২তম স্থানে নেমে যায় বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২২