সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ এনামূল হকের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় রাজনৈতিক সহকরমি, আত্য়নীজন ও শুভাকাঙ্খিসহ হাজারো মানুষ অংশ নেন। সোমবার ১১ টার দিকে নিয়ামতপুর মডেল বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিয়ামতপুর উত্তর পাড়া পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
এর আগে মরহুমকে শেষ বারের মত দেখতে ও শ্রদ্ধা জানাতে লাশবাহী গাড়ি জানাজাস্থলে রাখা হয়। পরে দলীয় পতাকা দিয়ে মোড়ানো মরহুমের কফিনের পাশে ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান তাঁর দীর্ঘ দিনের সহকর্মী বন্ধু স্থানীয় এমপি নওগাঁ জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া স্থানীয় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, গত শুক্রবার ভারতের টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনামুল হক। দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৫