আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : পূর্ব শএুতার জের ধরে খুন ও জখমের হুমকির অভিযোগ উঠেছে পতিপক্ষের বিরুদ্ধে। সুমন খান(৩৫) পিতা-ইউনুস খান এর সাথে বিবাদী রমজান খান এর দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়য়াদি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করে। অভিযুক্ত রমজান খান একই গ্রামের মোসলেম খান এর ছেলে।
সাধারন ডায়রি (জিডি নং-১৪৭৭) মূলে জানা যায়, সুমন খান এর সঙ্গে একই এলাকার রমজান খান এর দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়য়াদি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে সেই সূএ ধরে ৩১(জুলাই) রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় অভিযুক্ত রমজান খানসহ অজ্ঞাতনামা ২/৩ জন সুমন খান এর বসত ঘরের পিছনে আসিয়া উচ্চস্বরে গালিগালাজ করে এবং পরিবারের লোকজনদেরকে সুযোগমত পাইলে জানে মারিয়া ফেলার হুমকি দেয় ।
তাদের শোরগোলে আশে পাশের ঘর হইতে লোকজন আগাইয়া আসিলে অভিযুক্ত রমজান খানসহ অজ্ঞাতনামা(মুখ ঢাকা) ২/৩ জন চলিয়া যায়। এ ব্যপারে জানতে চাইলে সুমন খান বলেন, গত ২১ (জুলাই) জোর পূর্বক আমার গাছ কেটে নিয়ে যায় তখন আমি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা করি যাহার মামলা নং ২৯১/২০২২ (রাজৈর) সেই জের ধরে এমনটা করেছে। আমার বসত ঘরের পাশে বাথরুমের লাইটের আলোতে জনালা দিয়া রমজানকে সনাক্ত করতে সক্ষম হই এবং অন্যান্য বিবাদীদের মুখ ঢাকা ছিল এবং আবছা আলোতে তাহাদেরকে চিনতে পারি নাই। আমি এবং আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এর সুষ্ট বিচার চাই।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮