ডেস্কনিউজঃ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের একটি হোটেলে এক মার্কিন ভ্লগার তার গাইড এবং এক সহযোগীর দ্বারা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তরুণী ভ্লগারকে ব্ল্যাকমেইল করতে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়।
২১ বছর বয়সী ঐ নারী ভ্লগার ধর্ষণের কথা জানানোর পর ঘটনায় জড়িত দুইজনকে মঙ্গলবার (১৯ জুলাই) গ্রেফতার করে পাকিস্তানি পুলিশ। আটকদের মধ্যে নারী ভ্লগারটির হোস্টও রয়েছেন, যিনি তাকে পাঞ্জাব প্রদেশের জেলা ডেরা গাজি খানের একটি হোটেলে নিয়ে গিয়েছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয়।
তিন সপ্তাহ আগে ওই নারী পাকিস্তানে আসেন। এরপর অভিযুক্ত হোস্টের বাড়িতে পাঁচ দিন অবস্থান করেন। মূলত পাকিস্তানে তিনিই ছিলেন ঐ নারীর গাইড।
সূত্র: ডেইলি মেইল
কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ রাত ৮.৪৭