আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা দাবি করেছে যে, তারা শনিবার প্রাসাদে ঢুকে পড়ার পর ভেতরে লাখ লাখ রুপি উদ্ধার করেছে। রবিবার স্থানীয় মিডিয়া এ খবর দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যাতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদে পাওয়া নোট গুনছে। উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা বলা হয়েছে বলে ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখার পরে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানানোর পদক্ষেপ নেবে।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫