ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন এক মৎস্য ব্যবসায়ী। মঙ্গলবার ভোরের দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের অদূরে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ২২ কেজি ওজনের পাঙ্গাস মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৮ হাজার ৬০০ টাকা দিয়ে কিনেছি। মাছটি এখন আমার দোকানে আছে। ঢাকার মৌচাক এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ জেলের জালে বড় মাছ ধরা পড়ছে।
কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০