সজিব হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের ডাবপট্রি জেলা জাতীয় পার্টির দলীয় কার্যলয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ মোঃ তোফাজ্জল হোসেন।
নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল প্রমূখ সহ জেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে জি,এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করেবেন। তিনি জাতীয় পার্টিকে সংগঠিত করার জন্য তৃণমূল নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য আহবান জানান। এছাড়া প্রতি সপ্তাহে একদিন দলীয় আলোচনা সভা করার জন্য সকল কে অনুরোধ জানান।
কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮