এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়,ডিভোর্স মামলার শুনানিতে সুধা এবং কামরাজ দম্পতি কাকতালীয়ভাবে একই বাসে আদালতে আসছিলেন। আদালতের সামনে বাস থেকে নামার পরই কামরাজ তার লুকানো ছুরি বের করে সুধাকে একাধিকবার ছুরিকাঘাত করেন বলে পেরামবালুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এস মানি জানিয়েছেন।
সুধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, ওই দম্পতি কয়েক বছর ধরেই ডিভোর্সের মামলা লড়ছিলেন। মামলাটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।