আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে খেলার ছলে বালতিতে রাখা পানিতে পড়ে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে এক বছরে শিশু উমাইদের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামের শাহাদৎ হোসেন ও তার স্ত্রী কাজের জন্য বালতিতে পানি উঠিয়ে রাখে।
শিশু ছেলেকে বাড়ির ভিতর রেখে তারা গোয়াল ঘরে গাভির দুধ দহন করতে ব্যস্ত ছিল। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাড়ির ভিতরে খেলার ছলে বালতির মধ্যে শিশুটি উল্টে পরে যায়। আশেপাশে কেউ না থাকায় বালতির ভিতরেই শিশুটি মারা যায়। এ মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪