আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সেবায়ন ফাউন্ডেশেনের উদ্যোগে অসহায়দ দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার খানপুর ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রে ও বেড়েরে বাড়ী, ও বাগড়া বস্তি এলকায় ঈদ সামগ্রী বিতরণর করেন অত্র সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, সেবায়ন ফাউন্ডেশনের সভাপতি ফারহান উদ্দিন জিবন, সাধারণ সম্পাদক শুভ সরকার, সাংগটনিক সম্পাদক সৌরভ শর্মা, সহ সাংগঠনিক সম্পাদক শিপন হোসেন, কোষাধ্যক্ষ ওয়াসি আফরি, নারী সম্পাদক সায়মা আরফীন, কার্যকরী সদস্য জাহিন আব্দুল্লাহ, আনিকা বুশরা, রুমানা রুমিন রিমা, জাকারিয়া মসুদ অনিক প্রমুখ। এসময় সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে কাপড়, চাল, লাচ্ছা, চিনি, ইত্যাদি ঈদসামগ্রী বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮