
খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় তিনটি পরিবার চাঁদাবাজদের নির্যাতনের শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় আলী জব্বার বেপারী, তার ছেলে শরীফ বেপারী ও আতিক বেপারীর বিরুদ্ধে চাঁদাদাবী ও চাঁদা না পেয়ে বাড়িঘর ভাংচুরের অভিযোগ এনে এই সংবাদ সম্মেলন করা হয়। এই বিষয়ে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পায়নি বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন থেকে জানায়, জাজিরা উপজেলার ৩০ নং আক্কেল মাহমুদ মুন্সী কান্দি মৌজায় এস এস ৫৭ ও ৮৫ নং দাগের ২০ শতাংশ জমি ক্রয় করেন নাসির উদ্দিন, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর খান (ছোট বোনের জন্য)। ইতোমধ্যে সেই জমিতে নাছির উদ্দিন ও রফিকুল ইসলাম পাঁকা বাড়ি-ঘর ও সেমি পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে বসবাস ও ব্যবসা বাণিজ্য করছেন। জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় আলী জব্বার বেপারী, তার ছেলে শরীফ বেপারী ও আতিক বেপারী মিলে জমির ক্রয় মালিক নাসির উদ্দিন, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর খানদের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছেন। তারা চাঁদা না পেয়ে বাড়ি-ঘর ভেঙ্গে ফেলার হুমকি দিতেন। বর্তমানে চাঁদার দাবীতে প্রকাশ্যে চাঁদাবাজরা বাড়িতে ঢুকে ভাংচুর করে বলে দাবী করা হয়ছে সংবাদ সম্মেলন থেকে। এই বিষয়ে জাজিরা থানায় লিখিত অভিযোগ করেছেন নাসির উদ্দিন।
নাসির উদ্দিন বলেন, থানার সাথে জমি ক্রয় করে বাড়ি করেছি নিরাপত্তার জন্য। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। চাঁদার দাবীতে আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হচ্ছে। আমি কোন সমাধান পাইতেছি না।
রফিকুল ইসলাম বলেন, সঠিক কাগজপত্র দেখে জমি ক্রয় করি। সেই সময় অন্য কেউ জমির মালিকানা দাবী করে নাই। এখন স্থানীয় আলী জব্বার ও তার ছেলেরা এসে জমির মালিকানা দাবী করছেন। এই বিষয়ে পুলিশ, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় মুরব্বিদের নিয়ে সাবেক ও বর্তমান মেয়র শালিশী করেছে। তখন জমির মালিকানা সমর্থনে আলী জব্বার বেপারী কোন কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এখন তারা এসে আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা না পেলে বাড়িতে ভাংচুর করে।
জাহাঙ্গীর খান জানায়, তার ছোট বোনের বাড়ি পদ্মা নদীতে ভেঙ্গে গেছে। তারা ঢাকায় ভাড়া থাকতেন। বোনের অনুরোধে জাজিরা থানার পাশে ৪ শতাংশ জমি ক্রয় করে দেন। এখন জমিতে আসলেই আলী জব্বার বেপারী বাঁধা দেয়। তার কাছে কোন চাঁদা চায়নি তারা। তবে বিষয়টি মীমাংসার দাবী জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪