
আন্তর্জাতিক ডেস্ক : জেনস স্টলটেনবার্গ আরো এক বছর ন্যাটোর মহাসচিব পদে বহাল থাকবেন। বৃহস্পতিবার টুইটারে এক বার্তায় তিনি এ কথা লেখেন। এক বিশেষ আদেশে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত তাঁর ন্যাটোর মহাসচিব পদে বহাল থাকার কথা বলা হয়েছে। স্টলটেনবার্গ এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বছর ফেব্রুয়ারির গোড়ার দিকে এক ঘোষণায়, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গের নরওয়েজীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল।
আগামী অক্টোবরে ন্যাটোর মহাসচিব হিসেবে তাঁর মেয়াদকাল শেষ হওয়ার পর এই পদে যোগ দেবেন বলে স্টলটেনবার্গের নিজেও জানিয়েছিলেন। ইউক্রেনের যুদ্ধ নিয়ে চলমান সঙ্কটের কারণেই দৃশ্যত তাঁকে অপরিহার্য মনে করছে ন্যাটো। এ সংকটে ন্যাটোর মহাসচিব হিসেবে স্টলটেনবার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কিউএনবি/আয়শা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৯