ডেস্ক নিউজ : প্রভাব খাটিয়ে পুকুর লিজ দেয়ার অভিযোগে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের নাম জড়িয়ে একদল আদিবাসীর সংবাদ সম্মেলন করার প্রতিবাদে, বিক্ষোভ ও মানব বন্ধন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ব ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা য় পৌর শহরের নিমতলা মোড়ে প্রধান সড়কের সামনে এক ঘন্টা ব্যাপী এই মানব বন্ধন করেনমানব বন্ধনে বক্তাগণ বলেন সরকারী নিমানুসারে সরকারী পুকুর লিজ দেয়া হলেও, একটি মহল দিনাজপুর-৫ আসনের সংসদ সদস সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজর রহমান ফিজার এমপির নাম জড়িয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তা
সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিক্তিহীন।
তারা বলেন বিকাশ রায়সহ কয়েকজন গ্রামের সরল লোকজন নিয়ে কেবল মাত্র রাজনৈতিক উদ্দেশ্যে একটি মিথ্য অভিযোগ উত্থাপন করে সংবাদ সম্মেলন করে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের রাজনৈতিক
ইমেজ ক্ষুন্ন করার অপচেষ্ঠা করেছে।
মানব বন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ব ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক অনিলচন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জু রায় চৌধুরী। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী থাখার সদস্য সচিব খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক ধীমান চন্দ্র শাহা, কালিবাড়ী মন্দির কমিটির সাধারন সম্পাদক জয়রাম প্রসাদ,খ্রিষ্টান নেতা ও আদিবাসী উন্নায়ন সমিতির সাবেক চেয়ারম্যান কমল কিসকু প্রমুখ।
উল্লেখ্য উপজেলার পুখুরী মৌজার দুই একর ৪০ শতক একটি পুকুর প্রভাব খাটিয়ে লিজ দেয়ার অভিযোগে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরুর নাম উল্লেখ করে গত ২০ মার্চ দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ মানব বন্ধন করেন ফুলবাড়ী উপজেলার পুখুরী হাট আদিবাসী পাড়ার সন্তোষ রায়ের ছেলে বিকাশ রায় ও ওই গ্রামের বাবু লাল টুডু, সাদানন্দ রায়সহ প্রায় ৫০জন গ্রামবাসী। এই মানব বন্ধন ও সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায়, ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানব বন্ধ করন ফুলবাড়ী হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ।
এই বিষয়ে জানতে চাইল বক্তব্য দিতে অসবীকার করেন সহকরী কমিশনার ভূমি শামিমা আাক্তার জাহান। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কমকর্তা রিয়াজ উদ্দিন যায়যায়দিনকে বলেন, পুখুরি মৌজার ১৬৫৩ নম্বর দাগে দুই একর ৪০ শতক পুকুরের মধ্যে একর ৭৪ শতক জমি অর্পিত ”ক” তালিকা ভুক্ত, অবশিষ্ট ৬৬ শতক জমি আব্দুস সামাদ নামে এক ব্যাক্তির জোতের জমি হওয়ায়, নিয়মানুসারে আব্দুস সামাদকে ২০০৪ সাল থেকে ধারাবাহিক ভাবে লিজ দেয়া হয়েছে, এখানে কোন প্রভাব খাটার প্রশ্নই উঠেনা। এদিকে বিকাশ রায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, ওই পুকুর তারা জমিদারের নিকট থেকে পত্তন পেয়েছিলেন। তবে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন দাবী করে বলেন বিকাশ রায় পত্তনের কোন কাগজ দেখাতে পারেনি।