
এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শাহাজান আলী, উপজেল কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম তৌহিদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাফিকুল ইসলাম, করিগরি কলেজের অধ্যক্ষ্য আবু হেনা মোস্তফা কামাল, মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনজার্জ হযরত আলী, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, উপজেলা সাব-রেজিষ্ট্রার নাফিসা নাওয়াল প্রভা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেল খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান, উপজেল আ’লীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, উপজেলা মহিল আ’লীগের সভাপতি হোসনে আরা বেবি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, যুবলীগের আহবায়ক দিলীপ কুমার সরকার, যুগ্ন আহবায়ক শামসুজ্জামান শানু উপজেলা, ছাত্র লীগের সভাপতি রুবেল মিয়া, স্বেচ্ছসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এখলাসুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থীগণ ও সুধীজন।
এদিকে উপজেলা পর্যায়ে সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন। অন্যদিকে হলাইজানা মাজিদিয়া বালিকা এতিমখানা মাদ্রাসায় দিবসটি পালনে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাংবাদিক গোলাম রব্বানী, এতিমখানার পরিচালক হাফেজ তরিকুল ইসলাম প্রমূখ। সন্ধায় মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩২