সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে নওগাঁয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের এটিএম মাঠে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে জেলা প্রশাসনের পক্ষে খালিদ মেহেদী হাসান ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা সাড়ে ১০ টায় এটিএম মাঠ থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে ট্রাকে করে একটি রালী বের হয়ে জেলার ১১ টি উপজেলা প্রদক্ষিণ করে। এছাড়াও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৬