
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া জানিয়েছে, ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে নতুন মানবিক করিডর তৈরি করা হবে। বেসামরিকদের সরিয়ে নেওয়ার রুটের কথা জানিয়ে রাশিয়ার আরআইএ নোভোস্তি সংবাদ সংস্থা বলেছে, রাশিয়া ও বেলারুশে বেসামরিক ইউক্রেনীয়দের যেতে দেওয়া হবে। কিয়েভ থেকে ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়ার মানবিক করিডরের নেতৃত্বে থাকবে রাশিয়ার মিত্র রেলারুশ। খারকিভ শহর থেকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার মাত্র একটি করিডর থাকবে। এএফপি বলেছে, মারিওপোল ও সুমি শহর থেকে ইউক্রেনের অন্য শহরে যাওয়ার পাশাপাশি রাশিয়ায় যাওয়ার করিডর থাকবে।
ইউক্রেন থেকে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে করিডর চালুর প্রসঙ্গ আসতেই এ ব্যাপারে মুখ খুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি ওই করিডরের ব্যাপারে রাশিয়াকে কোনো অনুরোধ করেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন থেকে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনের সময় এ ধরনের করিডর নিয়ে কোনো আলোচনা করেননি ম্যাখোঁ।
রুশ প্রেসিডেন্টকে ম্যাখোঁ শুধু বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরে যেতে দিতে এবং লড়াই চলতে থাকা শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে। ইউক্রেন বলেছে, মানবিক করিডর তৈরি করে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রাশিয়া কিংবা বেলারুশে নিয়ে যাওয়ার প্রস্তাব ‘সম্পূর্ণ অনৈতিক’।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের নাগরিকদের তাঁদের ঘরবাড়ি ছেড়ের দেশের অভ্যন্তরে অন্য কোনো স্থানে যেতে দেওয়া উচিত।
সূত্র: বিবিসি।
কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪