এস.কে হিমেল,নীলফামারী : ঢাকা- মঙ্গলবার, 15 ফেব্রুয়ারী – 2022: এতদ্দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ছাত্র সমাজ, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে নাজমুন নাহার ইতি, সিনি: যুগ্ম- আহবায়ক :মোঃমহিবুল্লাহ আল মোমেন (সেতু), যুগ্ম -আহ্বায়ক: আব্দুল্লাহ আল কাফী এবং সদস্য সচিব হিসেবে মোঃ শিবলী আহমেদ সবুজ কে জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল অনুমোদন করেছেন। উক্ত আংশিক কমিটি জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন এর সুপারিশক্রমে অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত আংশিক কমিটি আগামী 07 (সাত)দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রীয় দফতরে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। আশা করি আপনাদের নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাত আরো শক্তিশালী হবে। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।। বার্তা প্রেরক, ফকির আল মামুন যুগ্ম – দপ্তর সম্পাদক জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মোবাইলঃ 01724826375