বিনোদন ডেস্ক : প্রায় দেখা যায় বলিউডের অভিনেত্রীদের নিজের কর্ম ও স্বামীর কর্ম স্ত্রীর সঙ্গে জড়িয়ে থাকেন। যেটি অনেকে নায়িকা পছন্দ করেন না। এ বিষয় প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং অনেক অভিনেত্রী প্রায়শ প্রতিবাদ করতে দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে— প্রিয়াংকা চোপড়া বলেন, আমরা প্রায় দেখি, একজন অভিনেত্রী বিয়ে করার পর তাকে তার স্বামীর পরিচয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস সিনেমা প্রচার করছিলেন, একটি নিউজ পোর্টাল তাকে নিক জোনাসের স্ত্রী বলে উল্লেখ করা হয়। অভিনেত্রী সেই সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন— খুবই মজার বিষয় যে, আমি সর্বকালের সবচেয়ে আইকনিক ফিল্ম ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি ফিল্মের প্রচার করছি এবং আমাকে এখনও ‘নিকের স্ত্রী’ হিসাবে উল্লেখ করা হয়েছে। দয়া করে ব্যাখ্যা করুন কীভাবে এটি এখনও মহিলাদের জন্য ঘটে?
দীপিকা পাড়ুকোন
সম্প্রতি দীপিকা অভিনীত গেহরাইয়ানের পোস্টার উন্মোচন করা হয়েছিল এবং এতে তাকে সিদ্ধান্ত চতুর্বেদীকে চুম্বন করতে দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়েছে— স্বামী রণবীরের সহঅভিনেতাকে দীপিকা চুম্বন করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটি নিয়ে বিরক্ত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, কীভাবে ছাপাক সিনেমায় ট্রেলারের শিকার হয়।
দীপিকা বলেন, তিনি তার অর্থ দিয়ে ছবিটি নির্মাণ করেছেন এবং এটি রণবীরের অর্থ বা হোম প্রোডাকশন নয়।
আনুশকা শর্মা
যদিও আনুশকাকে অনেকবার বিরাট কোহলির স্ত্রী হিসেবে পরিচয় করা হয়েছে। অভিনেত্রীকেও দুর্ভাগা বলা হয়েছে। যখন ভারত একটি ম্যাচ হেরেছে বা বিরাট একটি ম্যাচে ভালো পারফরম করতে পারেনি।
শিল্পা শেঠি
২০২১ সালে যখন রাজ কুন্দ্রাকে কথিত পর্নোফিল্ম মামলায় গ্রেফতার করা হয়েছিল। শিল্পা শেঠির নামও তাতে টেনে আনা হয়েছিল। তবে এ নায়িকা জানিয়েছিলেন, এ ব্যাপারে তার কিছু করার নেই। রাজের সঙ্গে শিল্পার নাম অনেকবারই জড়িয়েছে।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গত মাসে বিয়ে করেছেন ও ইতোমধ্যে অভিনেত্রীকে ভিকি কৌশলের স্ত্রী হিসেবে পরিচয় করা হচ্ছে। ক্যাটরিনা ভিকির চেয়ে বড় তারকা এবং এখন লোকেরা তাকে ভিকির স্ত্রী বলতে পছন্দ করে। যেটি সে পছন্দ করে না।
কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|দুপুর ২:৩১