আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিরিধি: ভোলাহাটে ২৫ জানুয়ারী মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভায় বিভিন্ন বক্তা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ কাউসার আলম সরকারে প্রধানমন্ত্রীর বাড়ীসহ বিভিন্ন দূর্নীতির কথা তুলে ধরে তুলধূনা করেছেন।উন্মুক্ত আলোচনায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগ নেতা আতাউর রহমান রজব তাঁদের বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, ভোলাহাট উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার প্রধানমন্ত্রীর বাড়ী নিমার্ণে ২,৩ নং ইট এমন কি পচা ইট দিয়ে নিমার্ণ করা হচ্ছে।
তাঁরা বলেন, এ ব্যাপারে পিআইওকে জানালে তিনি নিজ ইচ্ছেমত তাঁর দৃষ্টিতে এ সব ১ নং ইট দিয়েই কাজ করবেন বলে তাঁদের জানান। এছাড়া বিভিন্ন প্রকল্পের দূর্ণীতির কথা তুলে ধরা হয়। এদিকে মহিলা বিষয়ক কর্মকর্তা ও ঐ অফিসের অফিসসহকারী, উপজেলাসমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন।নবাগত জেলা প্রশাসক তাঁদের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ^াসত্ব করেন এবং বলেন প্রধানমন্ত্রীর বাড়ী নিমাণে কোন দূর্ণীতি চলবে না। এটি সরকারের একটি ইবাদত।
কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:১০