বিনোদন ডেস্ক : ঢালিউডের বিষ্ময়কন্যা পরীমনি। একের পর এক বিষ্ময়কর খবর দিয়ে গোটা দেশকে মাতিয়ে রেখেছেন তিনি। সম্প্রতি বাচ্চা হওয়ার খবর দিয়ে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিলেন। এবার গণমাধ্যমে খবর এসেছে আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন তিনি।
শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করে আয়োজন করা হয় পরীমনির হলুদ সন্ধ্যা। আর বিয়ে হচ্ছে শনিবার রাতে। এসব তথ্য জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
এর আগে গত ১০ জানুয়ারি পরী জানিয়েছিলেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, এরমধ্যে বাবা-মাও হতে চলেছেন তারা।
এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি। যে অনুষ্ঠানে যথারীতি এই দম্পতির মুরুব্বী হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকটতম স্বজনরা।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিলো না। তো এখন সেই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। যেটা এখন হলো।’’
সেলিম আরো জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে। এই সিনেমাতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা।
কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩