এম এ সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) : ৩ জানুয়ারী সােমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বীর মুক্তিযােদ্ধাদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা প্রশাসন। সকাল ১১টায় নবাবগঞ্জ মুক্তিযােদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সােমের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মােঃ আতাউর রহমান, মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবিরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার মােঃ এখলাছুর রহমান।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. মােশারফ হােসেন, মােঃ আমির হােসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস চেেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমূখ। উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের (সাবেক) কমান্ডার মােঃ দবিরুল ইসলাম জানান, তার উদ্যাগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঝে সংসদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুল দেন তিনি।
কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫