এম এ সাজেদুল ইসলাম (সাগর) , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪৯ টি, মাধ্যমিক বিদ্যালয় ৬৪টি, দাখিল মাদরাসা ৩৯টি, ইবতেদায়ী স্বতন্ত্র মাদরাসা ১৬টি, কারিগরি স্বতন্ত্র ০১টি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তুক বিতরণে উদ্ভোধন করা হয়েছে।
শনিবার ০১ জানুয়ারী সকালে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে, নবাবগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ দ্বি-মুখী বালিকা দাখিল মাদরাসা ও ইসলামিক ফাউন্ডেশনে সহজ কুরআন শিক্ষা বই বিতরণ অনুষ্ঠানে উদ্ভোধন করেন উপজলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যাালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার মোঃ আব্দুর রাজ্জাক, বালিকা দাখিল মাদরাসার সুপার মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ।
কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪