স্পোর্টস ডেস্ক : ৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ন্যূনতম ৫০ উইকেট নিয়ে ৩০-এর নিচে স্ট্রাইকরেট ধরে রাখার একমাত্র বোলার ছিলেন। এখন সেই রেকর্ডে নাম লেখালেন স্টার্ক। শুধু তাই নয়, ওয়াকারের রেকর্ড ভেঙে এখন এক পঞ্জিকাবর্ষে সর্বনিম্ন স্ট্রাইকরেট ন্যূনতম ৫০ উইকেট নেয়া বোলার এখন এই অজি বোলার।
স্টার্ক ২০২৫ সালে টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন ২৮.৩ স্ট্রাইকরেটে। যদিও এক্ষেত্রে বেশি ম্যাচ খেলেছেন এই অজি তারকা (১১), বিপরীতে ওয়াকার ৫৫ উইকেট নেন ৭ টেস্টে। এদিকে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন পর্যন্ত শেন ওয়ার্নই রয়েছেন। ২০০৫ সালে ১৫ টেস্ট খেলে ৯৬ উইকেট পেয়েছিলেন অজি এই কিংবদন্তি স্পিনার।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০০