আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সদস্য পর্যায়ে পরিবেশ বান্ধব আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পাঙ্গ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প।
বিএমজেড, নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠ দান করেন প্রকল্পের ইউনিট ম্যানেজার এম,এ মকিম চৌধুরী। এ সময় এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর নারায়ন চন্দ্র মহন্ত, সভা প্রধান মততা বেগম, সাধারণ সম্পাদক শাহিনা বেগম,ক্যাশিয়ার মোর্শেদা বেগম, সদস্য সাবানা আক্তার, কারিমা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে এলাকার ২৫জন নারী সদস্য অংশগ্রহন করেন।
প্রকল্পের ইউনিট ম্যানেজার এম,এ মকিম চৌধুরী জানান ডোমার এবং ডিমলা এলাকায় ২২টি ব্যাচে মাধ্যমে মোট ৫৫০জন নারী সদস্যগণ এই প্রশিক্ষণ গ্রহন করবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তুলবে এবং পরিবারের ও সংসারে আয় বৃদ্ধি করণে বিশেষ ভূমিকা রাখেবে বলে আশা করেন তিনি।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৫