নওগাঁ প্রতিনিধি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।ৎপরে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মাসুদুর হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৫