জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা গ্রামের মারমা স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়।স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের সাথে জড়িত ধর্ষকদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়িতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬পর্যন্ত সড়ক অবরোধ চলছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬ টা থেকে শুরু হয় এ অবরোধ। অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গী ব্রীজ ও চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়েছে সমর্থকরা।জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা পিকেটিং এবং গাছের গুড়ি ফেলেছে অবরোধকারীরা। এতে আটকে ঢাকাসহ বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটক ও যাত্রীরা।এদিকে অবরোধের কারনে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি,
ধর্ষণের অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়। এই ঘটনায় শয়নশীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শয়ন শীলকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পলাতক দুই আসামিকে দ্রুত আইনের আওতায় এনে ধর্ষকদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়িতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬পর্যন্ত সড়ক অবরোধ চলছে।শুক্রবারে মহাসমাবেশ থেকে ফের আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসুচি ঘোষণা করে বিক্ষোভকারীরা।জুম্ম ছাত্র জনতার এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ,গত মঙ্গলবার সদর উপজেলার সিঙ্গিনালা গ্রামের এক মারমা স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়।ধর্ষণের সাথে জড়িত শয়নশীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাকি আসামীদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যেদলের হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।অবরোধে সড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা করা হলেও তা সরিয়ে দিতে কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার প্রতিটি মোড়ে পুলিশ বাহিনী সর্তক অবস্থায় রয়েছে শান্তিপূর্ণ অবরোধ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৪৭