জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা, চোরাচালান বিরোধী টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্টিত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা, চোরাচালান বিরোধী টাস্কর্ফোস কমিটির সভা ও শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ন ভাবে বাস্তবায়নের লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন তৌফিক , মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.ফারিয়া আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন, মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এস আই) সঞ্জয়, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, মাটিরাঙ্গা ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. কাজী সলিম উল্ল্যাহ,মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.নুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.সাহাদাত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ,বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমির মাওলানা মো.আব্দুল জলিল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো.জামাল হোসেন, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক,ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, চোরাচালান প্রতিরোধের জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,উপজেলা প্রশাসন আন্তরিকতার সহিত কাজ করছে, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি চোরাচালান বন্ধে প্রশাসনকে সঠিক তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দর সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন,দুর্গাপূজাকে সামনে রেখে পুজারিরা যেন তাদের পুজা সুন্দরভাবে পালন করতে পারে।সেজন্য নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রতিটি দূর্গাপুজা মন্ডপে পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রণ করা হবে।দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দময়ভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫০