জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা ও শারদীয় দূর্গাপূজা পরিস্থিতি সম্পর্কে সামরিক, প্রশাসন -বেসরকারি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সমন্বয় ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।
এসময় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ খান পিএসসি, মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা রেজ্ঞকর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান,মাটিরাঙ্গা উপজেলা জামায়ত ইসলামীর সাধারন সম্পাদক মো. জামাল হোসেন , খেলাফত মজলিস এর সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফারুকী, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা মো.দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইম উদ্দিন মুকুট সহ সাংবাদিক, বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।