শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা শহরে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দল ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও (নেত্রকোণা সদর-বারহাট্টা) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন লিফলেট বিতরণ করেছেন।
আজ মঙ্গলবার (২৪জুন) দুপুরের দিকে জেলা শহরের মোক্তারপাড়া, ছোট বাজার, তেরী বাজার, বড় বাজার আরামবাগ, জয়নগর, কুড়পাড় ও বিভিন্ন অফিস আদালতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
আরিফা জেসমিন নাহিন বলেন, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, আইনজীবী মাহমুদা, আইনজীবী রাকিব আল মান্নান, পারভিন আক্তার, রেহানা আক্তার, সৈয়দ রমজান, জামিউল ইসলাম টিটু, মুমিনুল ইসলাম মোমেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ৮:১৫