 
																
								
                                    
									
                                 
							
							 
                    এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কৃষিতে ভেজাল মুক্ত নিশ্চিত করতে কৃষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে দিনব্যাপী এ কর্মশালা করা হয়। এ কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণীর কৃষক অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ- পরিচালক কৃষিবিদ মোশারোফ হোসেন। কৃষি সম্প্রসারন অফিসার ইমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার (প্রকল্প) শেখ সাজ্জাদ হোসেন, জেলা প্রশিক্ষক আবু তালহা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাব্বির হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা সামসুন্নাহার, অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, উপজেলা আইটি অফিসার আশরাফ হোসেন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি অফিসার আবু জাফর অবাইদুল্লাহ, উপসহকারী কৃষি অফিসার ফয়সাল খান, রাশেদুল ইসলাম ও আমিরুল ইসলাম প্রমুখ। ২০২৪-০২৫-অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপি এ কর্মশালা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা একজন অন্যজনকে ঠকাতে গিয়ে আমাদের ইনকামের টাকা সব পিঁপড়ায় খেয়ে যাচ্ছে, নিজেকে বুদ্ধিমান মনে হলেও অন্যকে ঠকানোর চেষ্টা না করি। কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, উত্তম কৃষি চর্চা, প্যাকেজিং সিষ্টেম, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, টেকসই প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন। কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে পি এফ এস এর সদস্যগণ অগ্রনী ভ’মিকা পালন করবেন বলে আশা করি।
কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৭