শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০৬ জন শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি সংস্কার কমিশন বয়কট করা উচিত ছিল বিএনপির : আব্দুল্লাহ তাহের শার্শা বিএনপি’র আয়োজনে ধানের শীষকে বিজয়ী করতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের লিফলেট বিতরণ  মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৯০ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার : ডিএমপি

নেক কাজের পুরস্কার দানে আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : দুনিয়া হলো মানুষের পরীক্ষাগার। দুনিয়ার কর্মকাণ্ডের ভিত্তিতে মানুষের আখেরাতের জীবন কেমন হবে তা নির্ধারিত হবে। দুনিয়ায় যারা নেক আমল বা ভালো কাজ করবেন, আখেরাতের জীবনে তারা পুরস্কৃত হবেন। আর দুনিয়ায় যারা মন্দ কাজ করবেন তাদের জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তিই নেক আমল করবে এমতাবস্থায় যে সে হবে একজন মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবনযাপন করাব এবং আখেরাতের জীবনেও আমি তাদের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। (সুরা আন নাহল, আয়াত-৯৭)। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদৌস সাজানো রয়েছে। (সুরা আল কাহাফ, আয়াত-১০৭)। এজন্য রসুল (সা.) মানব জাতিকে সব অপকর্ম ও অন্যায় থেকে বিরত থাকার পাশাপাশি অন্যায়, অবিচার ও প্রতিরোধের জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখে, তাহলে সে যেন তার শক্তি দ্বারা তা প্রতিহত করে। যদি সে এতে অক্ষম হয় তবে যেন মুখ দ্বারা তা নিষেধ করে। যদি সে এতেও ব্যর্থ হয় তবে যেন সে অন্তর দ্বারা ঘৃণা পোষণ করে। (মুসলিম শরিফ)। হজরত আয়েশা (রা.) রসুল (সা.)-এর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি উত্তর দিলেন, যে আমল সর্বদা করা হয়, চাই তা কম হোক। (বুখারি, ৬৪৬৫)।

রসুল (সা.) বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য ওই আমলের সওয়াব লেখা হয়, যা সে ঘরে থেকে সুস্থ শরীরে তা করত। (বুখারি শরিফ)

মহান আল্লাহ নেক আমলকারীদের পছন্দ করেন। তিনি বলেন, আর যারাই আল্লাহতায়ালার ওপর ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক আমল করে। এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত, তার পাদদেশ দিয়ে ঝরনাধারা প্রবাহিত হবে, তাদের সেখানে সোনার কাঁকন দ্বারা অলংকৃত করা হবে, তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমের পোশাক। উপরন্তু তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের এ বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি। (সুরা আল কাহাফ, আয়াত ৩০-৩১)।

আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উত্তম কাজে যারা নিজেদের সমর্পণ করবেন, আল্লাহ তাদের সুখ শান্তিময় বেহেশত দান করবেন। আল্লাহ বলেন, আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে, আজ কারও প্রতি কোনো রকম অবিচার করা হবে না, অবশ্যই আল্লাহতায়ালা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। (সুরা আল মোমেন, আয়াত-১৭)। আখেরাতের জীবনে  কেয়ামতের দিন আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না। সেদিন প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে। নেক কাজের জন্য পুরস্কার ও অন্যায় কাজের জন্য ভোগ করতে হবে শাস্তি। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে কোনো ব্যক্তিই নেক বা ভালো কাজ করে সে নিজের উপকার বা কল্যাণের জন্য করে আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে তা তার ওপরই বর্তাবে। আপনার পালনকর্তা তাঁর বান্দাদের প্রতি কখনই জুলুম করেন না। (সুরা হা-মিম সাজদা, আয়াত-৪৬)।

আরেক হাদিসে এসেছে, বান্দা যখন কোনো নেক আমল করতে থাকে এরপর সে অসুস্থ হয়ে পড়ে তখন তার আমলনামা লেখার ফেরেশতাকে বলা হয় এই বান্দা সুস্থ অবস্থায় যে আমল করত (এখন অসুস্থ হওয়ায়) তার আমলনামায় তা লিখতে থাক। যতক্ষণ না তাকে আমি মুক্ত করে দিই অথবা তাকে আমার কাছে ডেকে আনি। (মিশকাত শরিফ, ১৫৫৯)

আল্লাহ বলেন, যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে হে নবী তুমি তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে এক জান্নাত যার নিচ দিয়ে ঝরনা প্রবাহিত হতে থাকবে। যখন তাদের জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এ ধরনের ফল তো ইতিপূর্বেও দেওয়া হয়েছিল। তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী এবং তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। (সুরা বাকারা, আয়াত-২৫)।

আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করে জান্নাত লাভের তৌফিক দান করুন।

লেখক : প্রতিষ্ঠাতা সভাপতি আমেনা খাতুন হাফেজিয়া কোরআন রিসার্চ অ্যান্ড ক্যাডেট ইনস্টিটিউট কটিয়াদী, কিশোরগঞ্জ

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit