বিনোদন ডেস্ক : পহেলগাঁও ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শনিবার (০৩ মে) ক্ষমা চেয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। এরপরের দিনেই ব্যক্তিগত বিষয়ে নিয়ে ফের আলোচনায় এই ভারতের এই অভিনেতা।
রোববার সকালে হঠাৎ করেই সংবাদমাধ্যমের চোখ যায় অভিনেতার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তারা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে নেই রাশমিকা! সঙ্গে সঙ্গে খবর দূরত্ব বাড়ার ছড়িয়ে পড়ে।
প্রেমের বিষয়ে সরাসরি মুখে স্বীকার না করলেও কখনও তারা একই হোটেলে দুপুর বা রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন। একই সঙ্গে ছুটি নিয়ে একই জায়গায় বেড়াতেও গেছেন! নতুন বছরের শুরুতে বিজয় সমাজিকমাধ্যমে ঘোষণা দেন- তিনি আর ‘সিঙ্গল’ নন।
ওই সময় প্রেমিকার নাম না বললেও এর পরেই রাশমিকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে। একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গেছে। সে সবই কি তা হলে মিথ্যা? আশার কথা, নায়িকা এখনও বিজয়কে সমাজিকমাধ্যমে অনুসরণ করছেন।
এনএটি
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৯:১৬