 
																
								
                                    
									
                                 
							
							 
                    কিছুদিন আগে রিশাদের একাদশে না খেলার কারণ এবং একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে লাহোরের কর্ণধার সামীন রানা জানান, রিশাদ ফ্যামিলির অংশ। সে এখানের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের প্লেয়ার আছে ২০ জন। মাত্র চারজন বিদেশি খেলতে পারে। কন্ডিশন দেখতে হবে, লাহোরে বেশি পেসারদের জন্য সাহায্য থাকে। ফলে বিদেশি স্পিনার খেলাতে দলের ভারসাম্য দেখতে হয়। লাহোরে বেশি লেগিরা সাফল্য পাচ্ছে না। তবে সময়ের সাথে সাথে উইকেট আরও শুকনো হবে, আরও টার্ন পাওয়া যাবে। আমি আশা করি রিশাদ কামব্যাক করবে, ইনশাল্লাহ সে আমাদেরকে ফাইনাল জেতাবে।
লাহোরের একাদশ : মুহাম্মদ নাঈম, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, আসিফ আলী, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আসিফ আফ্রিদি।