 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়।
ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৩