 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : ১১ বছর ধরে ভাত খান না ঝিনাইদহের বিএনপির কর্মী নিজাম উদ্দিন। পণ করেছেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন খাবেন না ভাত। ভাত না খেয়ে না খেয়ে মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
ঝিনাইদহের চিকিৎসকরা তাকে পাঠিয়েছিলেন ফরিদপুর মেডিকেলে। ফরিদপুরের হাসপাতালেও তার রোগের ভাল চিকিৎসা না থাকায় ফরিদপুরের চিকিৎসকরা তাকে রেফার্ড করেন ঢাকায়।
এই খবর জানতে পেরে বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে টিম পাঠিয়ে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন নিজাম উদ্দিনকে।
জানা যায়, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কাঙ্গালী ভোজের আয়োজন করেছিলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিএনপি কর্মী নিজাম। সেই আয়োজনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে সব পন্ড করে দেয়। ফেলে দেয় ভোজের জন্য রান্না করা খাবার।
সেই দিন থেকেই পণ করেন নিজাম যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন ভাত খাবেন না। ভাত না খেয়ে শরীরে বেধে গেছে বড় রোগ। ঝিনাইদহের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠায়, কিন্তু তার রোগের চিকিৎসা ফরিদপুরের মেডিকেলে না থাকায় এখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।
জানা গেছে, দিনে ৪টা রুটি, চা-বিস্কুট খেয়েই দিন পার করতেন নিজাম উদ্দিন। অনেক সময় কোন খাবারই খেতে চাইতেন না, জোর করে কিছু খাওয়াতেন তার স্ত্রী।
নিজামউদ্দিনের ইচ্ছে তার নেতা তারেক রহমান দেশে আসবে, তার সাথে দেখা করবেন।
ওনার এই ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগের প্রশাসন নানাভাবে হয়রানি ও নির্যাতন শুরু করে এই পরিবারটির উপর। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধেও নিজাম উদ্দিন তার প্রতিজ্ঞা ভঙ্গ করেননি।
এদিকে এই খবর পেয়ে নিজাম উদ্দিন ও তার পরিবারের সাথে যোগাযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম পাঠান তার সুচিকিৎসার ব্যবস্থা করতে।
তারা ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে তার ভর্তির ব্যবস্থা করে সাথে করেই নিয়ে যান নিজাম উদ্দিনকে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দলের জন্য নিজাম উদ্দিনের যে ডেডিকেশন এবং সেটি জানার পরে দলীয় প্রধানের সেই ডেডিকেশনের প্রতি যে শ্রদ্ধা ও তার প্রতি দায়িত্ব পালন সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারেক রহমানের পাঠানো টিম এ্যাম্বুলেন্সযোগে বুধবার বিকেলে তাদের সাথে করেই ঢাকা নিয়ে যান নিজাম উদ্দিনকে। তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে।
কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/দুপুর ২:৩৩