স্পোর্টস ডেস্ক : ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেবারের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্ল্যাক ক্যাপরা। ভারত কি এবার সেই হারের শোধ তুলতে পারবে, নাকি নিউজিল্যান্ড গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হারের বদলা নিয়ে ২৫ বছরের শিরোপা খরা কাটাবে? সব প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আজ দুবাইয়ে…
০৯ মার্চ ২০২৫, ১৬:০৩ পিএম
কুলদীপ যাদব, ম্যান অব দ্য মোমেন্ট। তর্কসাপেক্ষে নিউজিল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনকে সাজঘরের পথ চিনিয়েছেন তিনি। আগের ওভারে রবীন্দ্রর স্টাম্প গুঁড়িয়ে দিয়েছিলেন। এবার ১১ রান করে এই স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়েছেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড ৭৫/৩, ১২.২ ওভার
০৯ মার্চ ২০২৫, ১৫:৫৫ পিএম
বিপজ্জনক হয়ে উঠতে থাকা রাচিন রবীন্দ্রর স্টাম্প গুঁড়িয়ে দিলেন কুলদীপ যাদব। ভারতীয় এই ঘূর্ণিবাজের গুগলি পড়তে পারেননি রবীন্দ্র, ব্যাট চালিয়েছেন ভুল লাইনে। ফল- ২৯ বলে ৩৭ রান করেই সাজঘরের পথ ধরতে হলো তাকে।
নিউজিল্যান্ড ৬৯/১, ১০.১ ওভার
০৯ মার্চ ২০২৫, ১৫:৪৪ পিএম
অষ্টম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেতে পারত ভারত। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি সেরা ফিল্ডার শ্রেয়াস আইয়ারের ভুলে। বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন বরীন্দ্র। তবে সেই ক্যাচ লুফে নিতে পারেননি শ্রেয়াস।
অবশ্য ওই ওভারেই পরে উইল ইয়াংকে নিজের শিকার বানিয়েছেন বরুণ। ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছেন এই স্পিনার। দলীয় ৫৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এলবিডব্লিউয়ের শিকার হন ১৫ রানে ব্যাট করা এই ব্যাটার।
০৯ মার্চ ২০২৫, ১৫:২১ পিএম
সাবধানী শুরুর পর চতুর্থ ওভারে এসে হাত খুলতে শুরু করেছেন রাচিন রবীন্দ্র। ইনিংসের চতুর্থ ওভারে হার্দিককে পেয়েই আগ্রাসী হয়ে উঠেন রচিন। প্রথম ৩ ওভারে রান যেখানে ছিল ১০। সেখানে চুর্তর্থ ওভারে নেন ১৬ রান। হার্দিকের চতুর্ত বলে ছক্কা হাঁকানোর পর শেষ তিন বলে আরও দুটি চার হাঁকিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে ৩০ রান তুলেছে নিউজিল্যান্ড।
০৯ মার্চ ২০২৫, ১৪:৪২ পিএম
চোটের কারণে দারুণ ছন্দে থাকা পেসার ম্যাট হেনরি ছিটকে গেছেন ফাইনাল ম্যাচের একাদশ থেকে। নিউজিল্যান্ডের জন্য যা বড় ধাক্কা। অন্যদিকে বিরাট কোহলিকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোহলি আছেন একাদশে।
ভারতের একাদশে পরিবর্তন আসেনি কোনো। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে হেনরির জায়গায় খেলবেন নাথান স্মিথ।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’রুর্ক
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী
০৯ মার্চ ২০২৫, ১৪:৩৪ পিএম
টস; ভারতের টস ভাগ্যটা অবশ্য বেশ খারাপই যাচ্ছে গেল কিছু দিন যাবত। এই ম্যাচে মাঠে নামার আগপর্যন্ত টানা ১৪ ম্যাচে টস হেরেছে ভারত। যার মধ্যে রোহিত একাই হেরেছেন ১১ ম্যাচে। এ তালিকায় রোহিতের ওপর এখন কেবল ব্রায়ান লারা ১২ বার। আজ টস হারলে লারাকেও ছুঁয়ে ফেলবেন রোহিত। এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। টস হারের রেকর্ড গড়েছেন রোহিত।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৪