স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ইতিহাসে টেস্টে ১০ হাজার রানের মালিক ছিলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ আর রিকি পন্টিং। তারা তিনজনই এই মাইলফলক ছুঁয়েছিলেন অধিনায়ক হিসেবে। শুধু স্মিথই অধিনায়ক না হয়েও এই মাইলফলক চুয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু বিধির লিখন কি চাইলেই বদলানো যায়! যায়নি। ৯,৯৯৯ রানের মালিক হয়ে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেছিলেন স্মিথ। শ্রীলঙ্কা সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ছুটি নেয়ায় অধিনায়কত্ব পেয়েছেন স্মিথ। ফলে অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০ হাজারি রানে পা দেয়ার কীর্তি অধিনায়কের বেশেই করলেন তিনি।
১০ হাজার রান পূর্ণ করতে স্মিথকে খেলতে হলো ১১৫ টেস্টের ২০৫টি ইনিংস। তৃতীয় দ্রুততম হিসেবে এই মাইলফলক স্পর্শ করার উপলক্ষটা স্মিথ স্মরণীয় করে রাখলেন দারুণ এক সেঞ্চুরিতে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ওপেনার উসমান খাজার পর সেঞ্চুরি করেছেন স্মিথও। তাতে রানের পাহাড় গড়ার পথে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ৮১.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে। খাজা ২১০ বলে ১০ চার এবং ১ ছয়ে ১৪৭ রানে অপরাজিত। আর স্মিথ ১৮৮ বলে খজার সমান চার-ছয়ে ১০৪ রানে ব্যাট করছেন।
এটি শেষ ৪ টেস্টে স্মিথের তৃতীয় সেঞ্চুরি। এই এক সেঞ্চুরিতে স্মিথ আজ পেছনে ফেলেছেন চার কিংবদন্তিকে। ৩৫ সেঞ্চুরি নিয়ে এই ৩৫ বছর বয়সী এখন টেস্ট ক্রিকেটের ষষ্ট সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। এদিন তিনি পেছনে ফেলেছেন ইউনুস খান, সুনীল গাভস্কার, ব্রায়ান লারা এবং মাহেলা জয়াবর্ধনেকে। এর চারজনের চেয়ে কম ইনিংস খেলেই তাদের ছাড়িয়ে গেছেন স্মিথ।
আর একটি সেঞ্চুরি হাঁকাতে পারলে স্মিথ ছুঁয়ে ফেলবেন রাহুল দ্রাবিড় এবং জো রুটকে। তিনটি সেঞ্চুরি হাঁকালে ছুঁয়ে ফেলবেন কুমার সাঙ্গাকারাকে। আর অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রিকি পন্টিংকে স্পর্শ করতে দরকার মাত্র ৬টি সেঞ্চুরি। চেনা ছন্দে থাকলে পন্টিংকে ছাড়িয়ে যাওয়া খুব বেশি কঠিন হওয়ার কথা না স্মিথের জন্য।
গলে স্মিথের সেঞ্চুরিতে দিনের শেষ, তার আগে সকালে ঝড় তুলেছিলেন ট্রাভিস হেড। জয়াসুরিয়ার বলে আউট হওয়ার আগে ৪০ বলে ১০ চার ও ১ ছয়ে ৫৭ রান করেন তিনি। প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যর্থতা বলতে মারনাস লাবুশেনের রান না পাওয়া। ২০ রান করে ভ্যান্ডারসেইয়ের বলে আউট হয়ে গেছেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে জয়াসুরিয়া এবং ভ্যান্ডারসেই ১টি করে উইকেট শিকার করেছেন।
কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৪