লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ রেলওয়ে থানায় কর্মরত এস আই অমিত হাসান একজন কর্মদক্ষ পুলিশ অফিসার জনস্বার্থে পুলিশি সেবায় নিরলস ।
থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) এর মনিটরিং তদারকিতে মনোবল বৃদ্ধি করে নিরলস পুলিশি টহল তল্লাশি অব্যাহত রাখায় ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে চুরি ছিনতাই অনেকাংশে নিয়ন্ত্রন হয়েছে বলে ষ্টেশনে অবস্থানরত অনেক দোকানীরা মন্তব্য করে জানিয়েছে।
উল্লেখ্য এস আই অমিত হাসান এর পূর্বে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব পালন কালে বিচার বহির্ভূত অনেক মামলার রহস্য উদঘাটন সহ অসংখ্য মাদক ব্যাবসায়ী চোর ছিনতাইকারী গ্রেফতার করে প্রশংসিত হয়ে উঠেন ।
যা ময়মনসিংহ রেলওয়ে থানায় অফিসার ইনচার্জ এর নির্দেশ মনিটরিং তদারকিতে ধারাবাহিকতা বজায় রেখে জনস্বার্থে পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন এদিকে এস আই অমিত হাসান কথা প্রশংগে বলেছেন আমার উর্ধতন কর্মকর্তা ওসি স্যার এর নির্দেশ এর প্রতি শ্রদ্ধারেখে জনস্বার্থে পুলিশি কার্যক্রম চালিয়ে যাচ্ছি ।
মানুষ যেনো পুলিশের নাম শুনলে মুখ ফিরিয়ে না নেয় বরং স্বাদরে গ্রহন করে এ ব্যাপারে আমরা সর্ব সময়ই সকলের সহযোগিতা কামনা করি।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৪৪