স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অরে শুধুমাত্র সাংবাদিকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হলেও ফিফা’র বর্ষসেরা পুরস্কার তথা ‘দ্য বেস্ট’ দেয়া হয় সমর্থক, জাতীয় দলগুলোর বর্তমান অধিনায়ক এবং কোচদের পাশাপাশি বিভিন্ন দেশের গণমাধ্যমের প্রতিনিধিদের ভোটে। ছেলে এবং মেয়ে উভয় শাখাতেই একই প্রক্রিয়া অবলম্বন করা হয়। এই নির্বাচনে প্রত্যেকে তিনজন খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন।
ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অধিনায়ক এবং কোচও ফিফার বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন। উভয়ই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে তিনটি করে ভোট দিয়েছেন। উভয়ই সেরা খেলোয়াড় হিসেবে ভিনিসিউসকে ভোটের তালিকায় রেখেছেন।
বাংলাদেশের ছেলেদের জাতীয় দলের বর্তমান অধিনায়ক সোহেল রানা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে প্রথম ভোটটি দিয়েছেন লিওনেল মেসিকে। ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টাইন অধিনায়ক শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন। সোহেল তার দ্বিতীয় ভোট দিয়েছেন ভিনিসিউস জুনিয়রকে। শেষ পর্যন্ত ৪৮ পয়েন্ট নিয়ে বর্ষসেরা নির্বাচিতও হয়েছেন এই ব্রাজিলিয়ান। সোহেল তৃতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদে ভিনিসিউসের সতীর্থ ইংলিশ তারকা জুড বেলিংহ্যামকে।
বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ভোট দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন তার স্বদেশি রদ্রিকে। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছেন ব্যালন ডি’অরজয়ী রদ্রি। কাবরেরাও দ্বিতীয় ভোটটি দিয়েছেন ভিনিসিউসকে। আর তৃতীয় হিসেবে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা আরেক স্প্যানিশ তারকা দানি কার্ভাহালকে।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০