ডেস্ক নিউজ : দেওয়ানগঞ্জ করলার কেজি সাত টাকা! খরচ না উঠায় হতাশ চাষিরা। বাজারে দাম না থাকায় অনেক কৃষক তাদের করলা ক্ষেতেই রেখে দিচ্ছেন। দেওয়ানগঞ্জ-ইসলামপুরে করলার সুনাম থাকায় দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক চাহিদা রয়েছে।
রোববার দেওয়ানগঞ্জ পৌর শহরের হাটে করলা ৫-৭ টাকা দরে, ঢেঁড়স ১০ টাকা কেজি, ধুন্দল ১০ টাকা কেজি, ঝিঙ্গা ২০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। বুধবার হাটে করলার দাম না থাকায় অনেক চাষি ফেলে দিয়ে চলে যান।
কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/দুপুর ১২:২১