স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ৩০ মে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার সকালে দলিয় কার্যালয়ে দলিয় ও কালোপতাকা উত্তোলন, জিয়াউর রহমানের জিবনীর উপর আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।
থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান,পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, ইমরান নাজির, থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
অন্যদিকে পৌরশহরের দক্ষিনমাথায় অনুরূপভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়। থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান,আসাদুজ্জামান মিন্টু, ডা.আলতাফ হোসেন, আবদুস সালাম প্রমুখ। অপরদিকে পাইকারি কাঁচাবাজারে পৌর যুবদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়ফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ^াস, বিল্লাল হোসেন, জাফর ইকবাল বাবু প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮