বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। ১৪ এপ্রিলে এ ঘটনার ১১ দিনের মাথায় ২৫ এপ্রিল অনুজ থাপা (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
সেদিন গুলি চালানোর জন্য দুই মূল অভিযুক্ত ভিকি গুপ্তা এবং সাগর পালকে নাকি এই অনুজই আগ্নেয়াস্ত্র দিয়েছিলেন। আগামী ৪ মে পর্যন্ত এই মামলায় অভিযুক্ত তিনজন ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে পুলিশি হেফাজতে রাখার কথা ছিল। তার আগেই একজনের মৃত্যু হলো।
কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৫