মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে ডিসি চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে আদালত চত্বরে ১০টি স্টলের প্রদর্শনীতে আইন সহায়তার মেলার উদ্বোধন করেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। এসময় জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান জেলা কমিটির চেয়ারম্যান নরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী সহ আদালতের বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০৮