জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা আজ ১২ ফেব্রুয়ারি (২০২৪)সোমবার কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ক্রীড়াঙ্গনসহ সকল ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দক্ষতা বৃদ্ধি ও সুযোগ্য নেতৃত্ব তৈরিতে শ্রেণিকক্ষ ও গবেষণাগারে ভালো ফলাফল করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে।উপাচার্য আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট ও দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ৫৩তম আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা।
কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:২০